ব্রিটিশ এয়ারওয়েজের লন্ডনগামী একটি বিমান জরুরি অবতরণের ঘোষণা দিয়েছিল। সেটা মধ্য আকাশে থাকতেই। পরে বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার।
স্থানীয় সময় শুক্রবার (৬ আগস্ট) সকালে ফ্লাইট BA1441 স্কটল্যান্ডের এডিনবার্গ থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।
টুইটারের এক ব্যবহারকারী লন্ডনে ফ্লাইটরাডারের একটি স্ক্রিনশট শেয়ার করে বলেছে, ফ্লাইট BA1441 ‘বিপদে’ পড়েছে।
অবশ্য এরপরও হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।
ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র বলেছেন, ‘ছোট যান্ত্রিক সমস্যার কারণে সতর্কতা হিসেবে আমাদের পাইলট হিথ্রোতে অবতরণের জন্য অগ্রাধিকার চেয়েছিল। বিমানটি নিরাপদে অবতরণ করেছে।’