ব্রিটিশ নৌবাহিনীর সাবমেরিন সার্ভিসে নারীদের শ্লীলতাহানি ও যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এর তদন্তের নির্দেশ দিয়েছেন রাজকীয় নৌবাহিনীর প্রধান। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
গোপন তথ্য ফাঁসকারী কয়েক জন নারী ডেইলি মেইলকে জানিয়েছেন, তারা বাহিনীর সব পদের কর্মকর্তাদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হয়েছেন।
অ্যাডমিরাল স্যার বেন কী এই অভিযোগকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, রাজকীয় নৌবাহিনীতে যৌন হয়রানির কোনো স্থান নেই এবং এটি সহ্য করা হবে না।’
তিনি বলেছেন, ‘যাকেই দোষী পাওয়া যাবে তাকে বিচারের আওতায় আনা হবে।’
ডেইলি মেইল সাবমেরিন সার্ভিসে নারীদের শ্লীলতাহানির যে অভিযোগগুলো প্রকাশ করেছে তার মধ্যে রয়েছে, বাহিনী পুরুষ সদস্যরা কোনো ঘটনা ঘটলে নারীদের লাঞ্ছিত করার ক্রম নির্ধারণ করে তালিকা তৈরি করে।
একজন নারী মেইলকে বলেছেন, তিনি ঘুমানোর সময় উচ্চ পদমর্যাদার একজন ব্যক্তির হাতে যৌন নিপীড়নের শিকার হন। এছাড়া একজন সিনিয়র অফিসার তার কিডনিতে ঘুষি মেরেছিল।
তিনি আরও অভিযোগ করেছেন, আরেক জন পুরুষ কর্মকর্তা তার কক্ষে মডেলদের নগ্ন ছবি রেখে গেছেন এবং তার কেবিনে ৫০ সেন্টের কয়েন পোস্ট করেছেন। এর বিনিময়ে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়া হয়।
অন্যান্য নারীরা অভিযোগ করেছেন, তাদের প্রায়ই যৌন কাজ করতে এবং চিৎকার করতে বলা হয়েছিল। তাদের শরীরে ক্লিপবোর্ড ও কলম দিয়ে আঘাত করা হয়েছিল।