ব্রিটিশ পার্লামেন্টে বসে এক এমপির বিরুদ্ধে পর্নোগ্রাফি দেখার অভিযোগ উঠেছে। এক নারী মন্ত্রী এ অভিযোগ করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস।
যারা বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই এমপির নাম প্রকাশ করা হয়নি। তবে তিনি ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সদস্য বলে জানানো হয়েছে।
ওই মন্ত্রী জানিয়েছেন, গত সপ্তাহে পার্লামেন্টে ওই পুরুষ এমপির পেছনে বসেছিলেন তিনি। এসময় তিনি দেখেন ওই এমপি তার মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখছেন।
পার্লামেন্টের আরেক নারী সদস্য অভিযোগ করেছেন, তিনিও ওই এমপিকে ভিন্ন সময়ে পার্লামেন্টে পর্নোগ্রাফি দেখতে দেখেছেন। তিনি প্রমাণের জন্য এর ছবি তোলার চেষ্টাও করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন।
কনজারভেটিভ পার্টির এমপি পলিন ল্যাথাম বিবিসিকে বলেছেন, তারা ‘বিশ্বাস করতে পারছেন না যে সত্যিকারের একটি পেশাদারি স্থানে এরকম কিছু ঘটতে পারে।’
তিনি জানান, এই অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়েছে। ওই এমপিকে তার পদ থেকে এবং দল থেকে বহিষ্কার করা উচিৎ।