ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উপদেষ্টাদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে। শুক্রবার পর্যন্ত তার পাঁচ উপদেষ্টা পদত্যাগ করেছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
শুক্রবার প্রধানমন্ত্রীর সংস্কৃতি, গণমাধ্যম ও খেলাধুলা বিষয়ক বিশেষ উপদেষ্টা এলেনা নারোজানিস্কি পদত্যাগ করেন। এর আগে বৃহস্পতিবার পদত্যাগ করেন নীতি নির্ধারণী বিষয়ক প্রধান মুনিরা মির্জা, চিফ অব স্টাফ ড্যান রোজেনফিল্ড, ব্যক্তিগত প্রধান সচিব মার্টিন রিয়নল্ডস এবং যোগাযোগ বিষয়ক পরিচালক জ্যাক ডয়েল।
বৃহস্পতিবার পদত্যাগ করা চার জনের মধ্যে তিন জন লকডাউনের সময় ডাউনিং স্ট্রিটে পার্টি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে শুক্রবার মুনিরা মির্জা পদত্যাগ করেছেন জনসনের একটি মিথ্যা দাবির প্রতিবাদ জানাতে। জনসন দাবি করেছিলেন, সরকারি কৌঁসুলির দপ্তরের পরিচালক থাকাকালে লেবার নেতা স্যার কেইর শিশু যৌন নিপীড়ক সেভিলের বিচার করতে ব্যর্থ হয়েছেন। এই মিথ্যার দাবির জন্য জনসনকে ক্ষমা চাওয়ার অনুরোধ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন।
অন্যদের মধ্যে যোগাযোগ বিষয়ক পরিচালক জ্যাক ডয়েল পদত্যাগ করেছেন পারিবারিক কারণ দেখিয়ে।
যারা পদত্যাগ করেছেন তাদেরকে অবশ্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী জনসন।