তাহমিনা শহিদ
কাল-আকাশ থমথমে,পরশু যে বৃষ্টি
কেউ ভেবে নেয় নাতো একী অনাসৃষ্টি!’
ছুটি ছাটা নয়তো কর্মব্যস্ততার দিন
কেটে যাবে যেনতেন খুব ভাবলেশহীন
মাছে শাকে লবন কি একটু হলুদ?,
এসবেরও নেই যেন সাক্ষী সাবুদ!
জীবনের স্রোতে মিশে
শুধু যে শ্যাওলা ভাসে,
মেঘে মেঘে বেলা যায়
দিন শেষে রাত আসে !
মাছেদের মায়েরা কি হাহুতাশে কাঁদলো ?
স্নেহে আর মমতায় কেযে কারে বাঁধলো,
ভ্রূক্ষেপ নেই কোন ছন্দে বা পতনে
শুধু যেন দিন শেষে ঘুম আসে যতনে