ভারতের বিপক্ষে অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়েও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু পারলো না লাল-সবুজের বাংলাদেশের প্রতিনিধিরা। সুনীল ছেত্রীর জোড়া গোলে ২-০ ব্যবধানে হারের স্বাদ পেয়েছে তারা।
কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ৭ ম্যাচে পঞ্চম হারে বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে সবার শেষে। সমান খেলে প্রথম জয়ে পাঁচ দলের ‘ই’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেলো ভারত। এক ম্যাচ কম খেলা আফগানিস্তান (৫) নেমে গেছে এক ধাপ।
সোমবার (৭ জুন) কাতারের রাজধানী দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে শুরু থেকে ভারত ধারাবাহিকভাবে আক্রমণে যায়। তবে বেশির ভাগ সময় তারা বক্সের বাইরে থেকে শট নেয়। যা খুব একটা ফলপ্রসূ হয়নি। সুবর্ণ সুযোগ তারা পায় ৩৫ মিনিটে। কর্নার থেকে বক্সের ঠিক সেন্টার থেকে চিংলেনসানা সিংয়ের বুলেট গতির হেড গোললাইন থেকে প্রতিহত করেন রিয়াদুল হাসান। পরের কর্নার থেকে সুনীল ছেত্রীর হেড গোলপোস্টের ওপর দিয়ে যায়।
৪০ মিনিটে বাংলাদেশের দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়। মোহাম্মদ ইব্রাহিমের ডান পায়ের শট প্রতিহত করে ভারতের রক্ষণভাগ। এর পরই তারিক রায়হান কাজীকে ঠেকান প্রতিপক্ষ গোলকিপার। বিরতির আগ মুহূর্তে মতিন মিয়ার শট ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় ভারত। ৫৬ মিনিটে ফের্নান্দেজের ক্রস থেকে সন্দেশ সিংয়ের হেড প্রতিহত করে বাংলাদেশ। দুই মিনিট পর মোহাম্মদ ইয়াসিরও ব্যর্থ হন জাল খুঁজে পেতে। বাংলাদেশ চার মিনিট পর লক্ষ্যে শট নেয়, তবে মানিক মোল্লার ডান পায়ের শট ভারতীয় রক্ষণ ভেদ করতে পারেনি।
৬৩ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন ছেত্রী। ফের্নান্দেজের ক্রসে বক্সের মাঝ থেকে নেওয়া তার হেড অল্পের জন্য গোলবারের পাশ দিয়ে চলে যায়। ভারতের অধিনায়ক এই ভুল শুধরে ৭৯ মিনিটে গোলের দেখা পান। বিপিন সিংয়ের বদলি নামা আশিক কুরুনিয়ানের বাঁপ্রান্তের ক্রস ধরে ডান দিক থেকে লক্ষ্যভেদ করেন তিনি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সুরেশ ওয়াংজামের বানিয়ে দেওয়া বলে ডানপায়ের শটে দ্বিতীয় গোল করেন ছেত্রী।
বাংলাদেশ দল: আনিসুর রহমান জিকো, রাহাত মিয়া, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া, তারিক জামান কাজী, রিয়াদুল হাসান, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন।
ভারত দল: গুরপ্রীত সিং সান্ধু, শুভাশীস বোস, চিংলেনসানা সিং কোনশাম, সন্দেশ, গ্ল্যান মার্টিন্স, মানবীর সিং, ব্রেন্ডন ফের্নান্দেজ, সুনীল ছেত্রী, বিপিন সিং, উড়ন্ত সিং কুমাম, সুরেশ সিং ওয়াংজাম।