ভারতের দুই রাজ্যের আসাম ও মিজোরামের পুলিশের মধ্যে গুলি বিনিময়ে অন্তত ছয় জন নিহত হয়েছে। এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছে দুই রাজ্যের সীমান্তে।
এই ঘটনায় প্ররোচনা দেওয়ার জন্য উভয় রাজ্যের মুখ্যমন্ত্রী ও কর্মকর্তারা একে অপরকে দুষছেন।
বিবিসি জানিয়েছে, গত কয়েক মাস ধরে সীমান্ত নিয়ে আসাম ও মিজোরাম রাজ্যের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আসামের সঙ্গে মিজোরামের ১৬৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। দুই রাজ্যের মধ্যে সীমান্ত বিরোধ নিস্পত্তির জন্য ১৯৯৪ সাল থেকে কেন্দ্রীয় সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সেই চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এবারই প্রথম দুই রাজ্যের পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটলো। নিহত পুলিশ সদস্যরা সবাই আসাম রাজ্যের।
সোমবার টুইটে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকেই এই সীমান্ত সমস্যা মেটানোর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন।