ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নুপুর শর্মার ইসলামের নবীকে নিয়ে অবমাননামূলক মন্তব্যের প্রতিবাদে ভারতের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এসব বিক্ষোভ হয় বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
ভারতের অন্যতম বৃহৎ মসজিদ দিল্লির জুমা মসজিদ থেকে সবচেয়ে বড় বিক্ষোভ মিছিলটি বের হয়েছে। বিক্ষোভকারীরা নুপুর শর্মার গ্রেপ্তার দাবি করেছে। আধা ঘণ্টা পর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
মসজিদের শাহি ইমাম জানিয়েছেন, মসজিদ কর্তৃপক্ষ বিক্ষোভের ডাক দেয়নি।
তিনি বলেছেন, ‘কারা বিক্ষোভ করছে তা আমরা জানি না। আমার মনে হয়, এরা সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন কিংবা আসাদুদ্দিন ওয়াইসির লোকজন। আমরা স্পষ্ট করে বলেছি, তারা যদি চায় তাহলে বিক্ষোভ করতে পারে কিন্তু আমরা তাদের সমর্থন করি না।’
দিল্লি পুলিশ বলেছে, ‘বিজেপির বহিষ্কৃতি নেতা নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের বক্তব্যের বিরুদ্ধে লোকেরা জামা মসজিদে প্রতিবাদ করেছিল। আমরা সেখান থেকে লোকদের সরিয়ে দিয়েছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’
পশ্চিম উত্তর প্রদেশের সাহারানপুরে শত শত বিক্ষোভকারীকে রাস্তায় নামতে ও দোকানপাট বন্ধ করতে দেখা গেছে। লখনউ, কানপুর ও ফিরোজাবাদের মতো অন্যান্য শহরেও পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। কানপুরে গত সপ্তাহে এই বিতর্কের জের ধরে সংঘর্ষ হয়েছে যাতে প্রায় ৪০ জন আহত হয়েছিল।
দিল্লি ও উত্তর প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও অঞ্চল থেকে কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি।