ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি (৮৪) আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি এক টুইট বার্তায় সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুর খরব জানিয়েছেন।
তার ছেলে টুইট বার্তা লিখেছেন, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা প্রণব মুখার্জি মারা গেছেন। চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। মানুষের কাছ থেকে প্রার্থনা পেয়েছি। এরপরও বাবাকে ফেরাতে পারিনি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য।’
এদিকে সাবেক এ রাষ্ট্রপতির মৃত্যুর বিষয়টি টুইট বার্তা জানিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটে লিখেছেন, ‘সাবেক রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির মৃত্যুর খবরে খুবই মর্মহত হয়েছি। তার মৃত্যুর ক্ষতি অপূরণীয়। আমি তার পরিবার-আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষিদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। ‘
মোদি তার টুইটে লিখেছেন, ‘ভারতরত্ন শ্রী প্রণব মুখার্জির মৃত্যুতে পুরো ভারত শোক প্রকাশ করছে। তিনি আমাদের জাতীয় উন্নয়নের ধারায় অনন্য স্বাক্ষর রেখে গেছেন। একজন অসামান্য জ্ঞানী, একজন গৌরবময় রাষ্ট্রনায়ক, যিনি সব ধরনের রাজনীতিতে সম্মানিত এবং সমাজের সব অংশে প্রশংসিত ছিলেন।’
গত ১০ আগস্ট দিল্লির আর্মিস রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে প্রণবকে ভর্তি করা হয়েছিল। পরীক্ষার সময় দেখা গিয়েছিল, তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে রয়েছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছিল।