ভারতের গাজিয়াবাদ জেলার শশ্মানে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার পর ছাদ ধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের পর এই ঘটনা ঘটেছে।
বিভাগীয় কমিশনার আনিতা সি মেশরাম জানিয়েছেন, অন্ত্যেষ্টিক্রিয়া যোগের সময় অন্তত ৪০ জন একটি ছাদের নিচে দাঁড়িয়েছিলেন। তখন বৃষ্টিপাতও হচ্ছিল। এক পর্যায়ে ছাদটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারের পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর।
পুলিশ কর্মকর্তা ইজাজ রাজা জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। ছাদ ধসে পড়ার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
বিভাগীয় কমিশনার আনিতা সি মেশরাম বলেছেন, ‘আমরা এ ব্যাপারে তদন্ত করব এবং দোষীদের – নির্মাতা, কর্মকর্তা বা মিউনসিপ্যাল কাউন্সিলের কর্মী-যেই হোক আমরা তাদের খুঁজে বের করব।’