মঙ্গলবার (১৮ মে) ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, এখ পর্যন্ত মিয়ানমার থেকে পালিয়ে ভারতে ১৫ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে।
গত পয়লা ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। অভ্যুত্থান বিরোধীদের ওপর সামরিক জান্তার নির্যাতনের নির্দেশ আগ্রাহ্য করে দেশটির পুলিশ বিভাগের বেশ কয়েক জন সদস্য পালিয়ে ভারতের মিজোরামে আশ্রয় নেয়। তাদের পথ ধরে নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যই ভারতে পালিয়ে যায়।
মিজোরামের পরিকল্পনা বোর্ডের ভাইস চেয়ারম্যান এইচ রামাউই জানিয়েছেন, এপ্রিলের মধ্যে ১ হাজার ৮০০ জন সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছে, যাদের মধ্যে কয়েক জন আইনপ্রণেতাও রয়েছেন। সম্প্রতি এই সংখ্যা বেড়ে ১৫ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে।
বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে তিনি বলেছেন, ‘দিন দিন এই সংখ্যা বাড়ছে।’ পালিয়ে আসাদের অনেকে মিজোরামে স্বজনদের বাড়িতে চলে যাওয়ায় তাদের সন্ধান পাওয়া মুশকিল হয়ে পড়েছে বলে জানান তিনি।
রামাউই জানান, মিয়ানমার থেকে আসা প্রায় ৬ হাজার মানুষ মিজোরামের রাজধানী আইজলে আশ্রয় নিয়েছে। অন্যরা আরো পাঁচটি জেলায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।