মহামারি করোনাভাইরাসে শনিবার (১০ এপ্রিল) আক্রান্তের নতুন রেকর্ড গড়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৮৪ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
এর মধ্য দিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩২ লাখ ছাড়িয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ৭৯৪ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৪৩৬ জন।
করোনা পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ রূপ ধারণ করেছে মহারাষ্ট্রে। সেখানে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে প্রায় ৬০ হাজার জন। এই রাজ্যে করোনা টিকারও সংকট দেখা দিয়েছে।
ভারতে করোনা পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় ভারতের বিভিন্ন রাজ্য ও শহরে রাত্রিকালিন কারফিউ জারি করা হচ্ছে। জারি করা হচ্ছে সাপ্তাহান্তিক লকডাউন। তারপরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ।