মহামারি করোনাভাইরাসে ১ দিনে আবারো ৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। একই সময়ে এ ভাইরাসে আরো আক্রান্ত হয়েছেন ৪ লাখেরও বেশি মানুষ।
রোববার (৯ মে) টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গেল ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৯২ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৩৬২ জনে। এছাড়া, এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জনের। যা শনিবারের তুলনায় প্রায় ২ হাজার বেশি। দেশটিতে এখন পর্যন্ত মোট ২ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৪১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এছাড়া, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশের সংক্রমণ পরিস্থিতিও ভয়াবহ।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত।