সম্পর্ক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলছে ভারতে। দিন যতই যাচ্ছে, ততই পেছনের রেকর্ড ভেঙে হচ্ছে নতুন রেকর্ড। টানা দ্বিতীয় দিন ভারতে করোনাভাইরাস আক্রান্তের রেকর্ড হলো। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯২২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমবারের মতো একদিনে ১৬ হাজারের বেশি করোনা আক্রান্ত হলো দেশটিতে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে মোট আক্রান্ত ৪ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে। গত একদিনে সর্বোচ্চ ১৫ হাজার ৯৬৮ জনের করোনা শনাক্তের খবর জানায়। মোট আক্রান্ত ৪ লাখ ৭৩ হাজার ১০৫ জন। একদিনে ১৩ হাজারের বেশি সুস্থ হয়েছেন, মোট ২ লাখ ৭১ হাজার ৬৯৭ জন।
একদিনে ৪১৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। মোট মারা গেছেন ১৪ হাজার ৮৯৪ জন। বুধবার সর্বোচ্চ সোয়া দুই লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে। আইসিএমআর কর্মকর্তারা গতকাল পর্যন্ত সাড়ে ৭৩ লাখ নমুনা পরীক্ষার কথা নিশ্চিত করেছেন।
আক্রান্তের দিক দিয়ে বিশ্বে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরে থাকা ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৯০ জন আক্রান্ত হয়েছেন, মোট ১ লাখ ৪২ হাজার ৯০০ জন। সেখানে একদিনে ২০৮ জনের মৃত্যুতে বেড়ে হয়েছে ৬ হাজার ৭৩৯ জন। করোনায় আক্রান্তে আর মৃত্যুতে মহরাষ্ট্রের পরে দিল্লি, ৭০ হাজার ৩৯০ জনের মধ্যে মারা গেছেন ২ হাজার ৩৬৫ জন।