ভারতে চলছে মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। গেল ফেব্রুয়ারি থেকে দেশটিতে করোনার সংক্রমণ বেড়েই চলছে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে হিসাব করলে ১০০ দিন পর্যন্ত সংক্রমণ চলতে পারে।
বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ মার্চ পর্যন্ত সংক্রমণের ধারা বিশ্লেষণ করে ধারণা করা যায় যে, দ্বিতীয় দফা ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ পর্যন্ত হতে পারে।
২৮ পৃষ্ঠার প্রতিবেদনে স্থানীয় লকডাউন কিংবা বিধিনিষেধ সম্পর্কে বলা হয়েছে, সংক্রমণ রোধে এগুলো অকার্যকর। মহামারির বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র আশা হচ্ছে টিকাদান কর্মসূচি।
এতে আরো বলা হয়েছে, ‘প্রতিদিন নতুন সংক্রমণের মাত্রা বিবেচনা করে বলা যায়, ভারত সম্ভবত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে।’