সম্পর্ক ডেস্ক: ভারতে প্রতিদিন করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। যেটা একদিনে ভারতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোট আক্রান্ত ৫ লাখ ছাড়িয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে একদিনে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৫২ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৫ লাখ ৮ হাজার ৯৫৩ জন। শুক্রবার একদিনে সর্বোচ্চ ১৭ হাজার ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।
এছাড়া, একদিনে নতুন করে আরো ১০ হাজার ২৪৪ জন মানুষ সুস্থ হয়েছেন, এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৮৮১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৬৮৫ জন।
আক্রান্তের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরে থাকা ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫ হাজার ২৪ জন আক্রান্ত হয়েছেন, মোট সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে ১ লাখ ৫২ হাজার ৭৬৫ জন। সেখানে একদিনে ১৭৫ জনের মৃত্যুতে বেড়ে হয়েছে ৭ হাজার ১০৬ জন। করোনায় আক্রান্তে আর মৃত্যুতে মহরাষ্ট্রের পরে দিল্লি, আক্রান্ত ৭৭ হাজার ২৪০ জনের মধ্যে মারা গেছেন ২ হাজার ৪৯২ জন।