মহামারি করোনাভাইরাসে ভারতের অবস্থা নাকাল। ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রায় অর্ধলাখ।
রোববার (১৬ আগস্ট) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় ৯৪৪ জনের মৃত্যুতে মোট প্রাণহানি বেড়ে হয়েছে ৪৯ হাজার ৯৮০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৯৩ শতাংশ।
শনিবার ৭ লাখ ৪৬ হাজারের বেশি নমুনা পরীক্ষায় ৬৩ হাজার ৪৯০ জনের করোনা পজিটিভ হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় পজিটিভের হার ৮.৫০ শতাংশ। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৮৯ হাজার ৬৮২ জন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ১৮ লাখ ৬২ হাজারের বেশি করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একদিনে সুস্থ ৫৩ হাজারের বেশি। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭১.৯১ শতাংশ। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ৭৮ হাজারের মতো।
মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তিন নম্বরে থাকা ভারতে টানা ১২ দিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের চেয়ে বেশি করোনা রোগী পাওয়া গেলো একদিনে। আর টানা দশম দিন ষাট হাজারের বেশি পজিটিভ হলো।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্র (১২৬০৮), অন্ধ্র প্রদেশ (৮৯৪৩), কর্নাটক (৭৯০৮), তামিলনাড়ু (৫৮৯০), উত্তর প্রদেশে (৪৫১২)।
কোভিডে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্র (৩৬৪), তামিলনাড়ু (১১৭), কর্নাটক (১০৪), অন্ধ্র প্রদেশ (৯৭) ও পশ্চিমবঙ্গ (৬০)।