ভারতে মহামারি করোনায় মৃত্যু পাঁচ লাখ ছাড়িয়েছে। শুক্রবার এনডিটিভি অনলাইন এমন তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭২ জন। এর ফলে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৫ জন। এই হিসেবে করোনায় মৃতের সংখ্যার তালিকায় এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হচ্ছে ভারত।
গত বছরের জুলাইয়ে ডেল্টার সংক্রমণ বাড়লে ভারতে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়ে যায়। অবশ্য বিশেষজ্ঞদের দাবি, বাস্তবে করোনায় মৃতের সংখ্যা সরকারের প্রকাশিত তালিকার চেয়ে অনেক গুণ বেশি।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের সহকারী অধ্যাপক চিন্ময় তুম্বে বলেন, ‘বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্সে প্রকাশিত আমাদের গবেষণা প্রতিবেদনে তিনটি তথ্যভান্ডার থেকে সংগৃহীত তথ্যের আলোকে দেখিয়েছি, ২০২১ সালের মাঝামাঝি সময় পর্যন্ত ভারতে করোনায় ৩০ লাখ মানুষ মারা গেছে।
অবশ্য ভারত সরকার এই প্রতিবেদনে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।