সম্পর্ক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের প্রকোপ হু হু করে বেড়েই চলছে ভারতে। দেশটিতে টানা তৃতীয় দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ হাজারের বেশি। তবে আগের দিনের চেয়ে কমেছে।
সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
গেল শনিবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৯০০ জনের বেশি। তা কমে এলো রোববার। তাতে ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩২ হাজার ৭৯৩ জনে।
সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ৯ হাজার। নতুন করে ৩২৫ জন মারা যাওয়ায় প্রাণহানি বেড়ে ৯ হাজার ৫২৩ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়ে গেছেন ৭ হাজার ৪১৯ জন। মোট সুস্থ ১ লাখ ৬৯ হাজার ৭৪৮ জন। এখনও চিকিৎসাধীন আছেন ১ লাখ ৫৩ হাজার ৫১২ জন রোগী।
মহারাষ্ট্রে একদিনে ৩ হাজার ৩৯০ জন আক্রান্ত হয়েছেন, মোট ১ লাখ ৭ হাজার ৯৫৮। মৃত্যু হয়েছে প্রায় চার হাজার মানুষের। রোববার ১২০ জন মারা গেছেন করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যে। মোট মৃত্যু ৩ হাজার ৯৫০ জন।