মহামারি করোনাভাইরাসের কারণে দিশেহারা অবস্থা এখন ভারতের। সেখানে শুক্রবার (৪ সেপ্টেম্বর) একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৩৪১ জন। আর তাতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ লাখ পেরিয়ে গেছে। এখন পর্যন্ত দেশটিতে মোট করোনা সংক্রমণ ৪০ লাখ ৬ হাজার ১৬২ জন।
একই দিনে ১ হাজারের বেশি করোনায় মৃত্যু হয়েছে ভারতে, আর তাতে করোনায় মোট প্রাণহানি ৬৮ হাজার ৪৭২ জন। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিশ্বের তৃতীয় স্থানে থাকা দেশটিতে প্রায় এক মাস ধরে দৈনিক সংক্রমণের রেকর্ড হচ্ছে।
মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু ও উত্তর প্রদেশে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে একই সময়ে। মোট সক্রিয় রোগীর ৬২ শতাংশই এই পাঁচ অঙ্গরাজ্যের বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে গত তিন সপ্তাহে সক্রিয় রোগীর সংখ্যা ৬.৮ শতাংশ কমেছে মহারাষ্ট্রে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ভারতে মৃত্যুর হার অন্য দেশগুলোর চেয়ে কম এবং তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। ভেন্টিলেটরে কেবল ০.৫ শতাংশ রোগী রয়েছে, দুই শতাংশ আছে আইসিইউতে এবং অক্সিজেন নিতে হচ্ছে ৩.৫ শতাংশেরও কম রোগীকে। গত ২৪ ঘণ্টায় ৬৬ হাজার ৬৫৯ জন রোগী সুস্থ হয়েছেন, টানা আটদিন ধরে সুস্থ হচ্ছেন ৬০ হাজারের বেশি লোক। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭৭.১৫ শতাংশ।