যুক্তরাষ্ট্রের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ভারতে জরুরি অনুমোদনের জন্য আবেদন করেছে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিসিজিআই-এর কাছে এই অনুমতি চাওয়া হয়েছে বলে রোববার জানিয়েছে এনডিটিভি অনলাইন।
গত বুধবার ব্রিটেনে জরুরি ভিত্তিতে টিকার ছাড়পত্র পেয়েছে ফাইজার-বায়োএনটেকের তৈরি এই করোনা টিকা। মঙ্গলবার থেকে দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু করা হবে। তবে এই কর্মসূচি হবে অগ্রাধিকারের ভিত্তিতে। প্রথমে একমাত্র ঝুঁকিপূর্ণ ব্যক্তিদেরই টিকা দেওয়া হবে। শনিবার বাহরাইনও টিকার ছাড়পত্র দিয়েছে।
ভারতীয় সরকারি সূত্র জানিয়েছে, ৪ ডিসেম্বর ডিসিজিআই এর কাছে লেখা চিঠিতে ফাইজার বলেছে, ‘ভারতে ওই টিকা বিদেশ থেকে আমদানি করে অবিলম্বে ব্যবহারের অনুমতি দেওয়া হোক। ২০১৯ সালের নিউ ড্রাগস অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়ালস আইন অনুযায়ী ভারতীয়দের উপর এই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের উপর ছাড় দেওয়া হোক।’
গত মাসে ফাইজার কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের টিকা পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া ৯০ থেকে ৯৫ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। অতিসঙ্কটাপন্ন রোগীর ক্ষেত্রে এই টিকা প্রায় ১০০ শতাংশ কাজ করে।