এবার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের বিস্তার ঘটতে শুরু করেছে ভারতে। দেশটিতে করোনার এই ভ্যারিয়েন্টে তিন জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) এনডিটিভি অনলাইন এমন তথ্য জানিয়েছে।
গত ২৭ জুলাই মহারাষ্ট্রের মুম্বাইয়ে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত এক ৬৩ বছরের এক নারীর মৃত্যু হয়। এছাড়া রাজ্যের রায়গড়ে ৬৯ বছরের এক বৃদ্ধ ও রত্মাগিড়িতে ৮০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়।
রাজ্য সরকার জানিয়েছে,মুম্বাইয়ে যে সাত জনের দেহে ডেল্টা প্লাস ধরা পড়েছিল, তাদের মধ্যে ৬৩ বছরের ওই নারীও ছিলেন। মুম্বাইতে মোট সাত জনের শরীরের করোনার ডেল্টা প্লাস প্রজাতির হদিশ মিলেছিল যারা প্রত্যেকেই টিকার ডোজ সম্পূর্ণ করেছিলেন। ৬৩ বছরের ওই নারীও তাদের মধ্যে একজন ছিলেন। ইতোমধ্যে কনট্যাক্ট ট্রেসিং শুরু করেছে বৃহন্মুম্বই পৌরসভা।
বুধবার মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত করোনার ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়েছে ৮৬ জন। এদের মধ্যে সাত শিশুও রয়েছে। গত ৮ আগস্ট পর্যন্ত এই প্রজাতিতে সংক্রমিতের সংখ্যা ছিল ৪৫ জন। তিন দিনের মধ্যেই আক্রান্তের সংখ্যা অনেকটাই লাফ দিয়ে বেড়েছে।