ভারতে মহামারি করোনাভাইরাসের প্রকোপ কমছেই না। উল্টো দিন যতই যাচ্ছে ততই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। আর মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের।
করোনা মহামারি শুরুর পর গত বছরও ভারতে একদিনে করোনা এত মানুষ মারা যায়নি।
এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫২ হাজার ৯৪০ জন। সংক্রমণ বাড়ছে হু হু করে। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে জায়গা পাচ্ছেন না বহু করোনা রোগী। সবমিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। দেশটিতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১। করোনায় প্রাণ কেড়েছে মোট ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জনের।
মার্কিন গবেষকরা জানিয়েছেন, মে মাসে ভারতে আরো ভয়ংকর চেহারা নিতে পারে করোনা। ওই সময় ভারতে প্রতিদিন মৃত্যুর সংখ্যা ৫ হাজারেরও বেশি হতে পারে। আশঙ্কা করা হচ্ছে, ভারতে এপ্রিল থেকে আগস্টের মধ্যে প্রায় ৩ লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে। ১২ এপ্রিল থেকে ১ আগস্টের মধ্যে মৃত্যু হতে পারে ৩ লাখ ২৯ হাজার জনের। জুলাইয়ের শেষে এই সংখ্যা বেড়ে হতে পারে ৬ লাখ ৬৫ হাজার।