ভারতে মহামারি করোনাভাইরাসের প্রকোপ কমছেই না। দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার জন।
এর মধ্য দিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৩ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছে ৮৩৯ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬৯ হাজার ২৭৫ জন।
ভারতের বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। বিশেষ করে পশ্চিম মহারাষ্ট্রে। নানা বিধিনিষেধের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুরোপুরি লকডাউন আরোপের চিন্তাভাবনা চলছে রাজ্যটিতে।
পাশাপাশি মহারাষ্ট্রে করোনাভাইরাসের টিকারও সংকট দেখা দিয়েছে। সে কারণে রোববার থেকে সাময়িকভাবে সেখানে টিকাদান কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নয়াদিল্লিতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে শনিবার থেকে। সেখানে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন শহর ও বন্দরে রাত্রিকালিন কারফিউ এর পাশাপাশি সাপ্তাহান্তিক লকডাউনও দেওয়া হচ্ছে।
আক্রান্তের সংখ্যা বাড়ার রেকর্ডের পাশাপাশি টিকাদানের ক্ষেত্রে একটি মাইলফলক ছুঁয়েছে ভারত। রোববার পর্যন্ত দেশটিতে মোট ১০০ মিলিয়ন মানুষকে টিকা দেওয়া হয়েছে।