ভারতের রাজ্যগুলোতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে সংক্রমণের কেন্দ্র সনাক্ত করতে এবং কোভিড-১৯ পরীক্ষা জোরদার করতে বলেছে। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘন্টায় ভারতে ছয় হাজার ৫০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত বছরের সেপ্টেম্বরের পর এক দিনে এটাই সর্বোচ্চ সংক্রমণ। মার্চের শেষ দিক থেকে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় তিন গুণ বেড়েছে।
এক বিবৃতিতে সরকার বলেছে, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্ধ্যাভিয়া জিনম পরীক্ষা বাড়াতে,হাসপাতালগুলোতে দ্রুত পরীক্ষার ব্যবস্থা করতে বলেছেন।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক্সবিবি.১.১৬ ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণের হার বেড়েছে। তবে হাসপাতালে যাওয়া কিংবা মৃত্যুর সংখ্যা বাড়েনি। গত ২৪ ঘণ্টায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ছিল ২৮ হাজার ৩০০ এবং মৃতের সংখ্যা ছিল ১৪।