গেল এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভারতে ‘রহস্যময়’ জ্বরে আক্রান্ত হয়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এই জ্বরে আক্রান্ত আরো কয়েকশ মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) দেশটির উত্তর প্রদেশের কয়েকটি জেলায় এমন ঘটনা ঘটছে বলে জানিয়েছে বিবিসি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মারা যাওয়া ও আক্রান্তদের অধিকাংশই শিশু। আক্রান্তদের অনেকেই জানিয়েছে, সকালে তীব্র জ্বর নিয়ে ঘুম ভাঙে এবং সারাদেহে ঘামে ভিজে যায়। তাদের হাড়ের জোড়া জোড়ায় ব্যথা, মাথাব্যথা, নাক দিয়ে পানি পড়া ও পানিশূন্যতা দেখা দিয়েছিল। কেউ কেউ হাতে ও পায়ে লাল র্যাশ ছড়ানোর কথাও জানিয়েছেন।
রাজ্যের পূর্বাঞ্চলীয় ছয়টি জেলায় এই রহস্যময় জ্বরে আক্রান্তের ঘটনা ঘটছে। মৃতদের কারোরই করোনা শনাক্ত হয়নি।
আগ্রা, মথুরা, মাইনপুরি, ইতাহ, কাসগঞ্জ ও ফিরোজাবাদের চিকিৎসকরা জানিয়েছেন, তাদের বিশ্বাস ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই ৫০ জনের মৃত্যু হয়েছে। অনেক রোগীকে হাসপাতালে এমন পর্যায়ে নিয়ে আসা হয়েছে যখন তাদের রক্তে প্লাটিলেটের পরিমাণ অনেক কমে গেছে।
ফিরোজাবাদ জেলার জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা ড. নিতা কুলশ্রেষ্ঠা বলেন, ‘হাসপাতালে রোগীরা, বিশেষ করে শিশুরা দ্রুত মারা যাচ্ছে।’ গত সপ্তাহে এই জেলায় ৪০ জন মারা গেছে, যাদের মধ্যে ৩২টিই শিশু।
অবশ্য এটা ডেঙ্গু কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ন্যাশনাল ইনিস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সের ভাইরাসজনিত রোগ বিশেষজ্ঞ ভি রবি বলেছেন, ‘বর্ষা মৌসুম শেষে এই অঞ্চলে জ্বর জাতীয় অনেক রোগ হয়। এই রোগগুলোর ওপর প্রক্রিয়াগত নজরদারি ও চিকিৎসা প্রয়োজন।’