ভারতে মহামারি করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে। দুই সপ্তাহের ব্যবধানে দেশটিতে ১০১ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।
এনডিটিভি অনলাইন জানিয়েছে, এখনও পর্যন্ত ২০টি শহরে ওমিক্রনে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ১০১ জনের মধ্যে ১০ জন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সতেন্দর জৈন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১০ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এই নিয়ে সেখানে ২০ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। অবশ্য ১০ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ভারতে ওমিক্রনের সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যটিতে ৩২ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। আর করোনার সংক্রমণ সবচেয়ে বেশি কর্নাটক, গুজরাট, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে।