ভারতে আবার একদিনে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। গতকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৬ হাজার ৫০৬ জনের করোনা পজিটিভ হয়েছে।
আজ (১০ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে এখন পর্যন্ত ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯৫ হাজার ৬০৫ জন।
ভারতে গত ১ জুলাই থেকে এখন পর্যন্ত দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ৩ জুলাইয়ের পর থেকে প্রত্যেক দিন আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি ছিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৭৫ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ভারতে মারা গেলেন ২১ হাজার ৬৩২ জন।
একই সময়ে নতুন করে সুস্থ হয়েছেন আরো ১৯ হাজার ১৩৫ জন করেনা রোগী। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪ লাখ ৯৬ হাজার ৪৮ জন। সুস্থতার হার ৬২.৪২ শতাংশ। এখনও চিকিৎসাধীন করোনা রোগী ২ লাখ ৭ হাজার ৯২৫ জন।
ভারতে সবচেয়ে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্র রাজ্যে। সেখানে মোট আক্রান্ত ২ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু ৯ হাজার ৬৬৭ জন। তামিলনাড়ুতে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৮১ জন এবং প্রাণহানি ১ হাজার ৭৬৫ জন। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৫১ এবং মৃত্যু ৩ হাজার ২৫৮ জন।