যুক্তরাষ্ট্র, ব্রাজিলের পর এবার ভারতে চলছে করোনাভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ৩২ হাজার ৬৯৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।এ নিয়ে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৯ লাখ ৬৮ হাজার ছাড়িয়েছে। দেশে একদিনে করোনায় আক্রান্তের রেকর্ড এটি।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৬০৬ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৯১৫ জন।
দেশটিতে এখন পর্যন্ত ৬ লাখ ১০ হাজারের বেশি করোনা রোগী সুস্থ হয়ে গেছেন।আজ (১৬ জুলাই) সকাল পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩.২৫ শতাংশ।
এ নিয়ে টানা দ্বিতীয় দিন একদিনে রেকর্ড সংখ্যক করোনায় সংক্রমণের খবর মিললো। গতকাল (১৫ জুলাই) নতুন আক্রান্ত রোগী ছিল ২৯ হাজারের বেশি।
করোনায় আজ পজিটিভ হয়েছে ১০ শতাংশ, যা গতকাল ছিল ৯.১৯ শতাংশ। এখন পর্যন্ত ১ কোটি ২৭ লাখের মতো নমুনা পরীক্ষা করা হয়েছে। বুধবার সর্বোচ্চ ৩ লাখ ২৬ হাজার ৮২৬টি পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে সরকার।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ হাজার ৯৭৫ জনের করোনা হয়েছে মহারাষ্ট্র রাজ্যে। সেখানে মোট আক্রান্ত ২ লাখ ৭৫ হাজারের বেশি, যার মধ্যে মারা গেছেন ১১ হাজারের মতো। তামিলনাড়ুতে আক্রান্ত দেড় লাখ ছাড়িয়েছে, ২ হাজার ১৬৭ জন মারা গেছেন এই রাজ্যে।