ভারতে কোনোভাবেই করোনাভাইরাসের বিস্তার ঠেকানো সম্ভব হচ্ছে ন। গতদিনের চেয়ে বৃহস্পতিবার আরো চার হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
করোনায় আক্রান্তের হিসাবে বিশ্বে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে থাকা ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছালো ১২ লাখ ৮৭ হাজার ৯৪৫ জন। একদিনে সেখানে মারা গেছেন ৭৪০ জন, তাতে মৃত্যু ৩০ হাজার ছাড়িয়ে দাঁড়ালো ৩০ হাজার ৬০১ জন।
করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ১৭ হাজার ২০৯ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩.৪৫ শতাংশ।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র রাজ্য, তারপরে রয়েছে তামিলনাড়ু ও দিল্লি। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। সর্বোচ্চ সংক্রমিত পাঁচ রাজ্য হলো মহারাষ্ট্র (৯৮৯৫), অন্ধ্র প্রদেশ (৭৯৯৮), তামিলনাড়ু (৬৪৭২), কর্ণাটক (৫০৩০) ও উত্তর প্রদেশ (২৫১৬)। একই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্র (২৯৮), কর্ণাটক (৯৭), তামিলনাড়ু (৮৮), অন্ধ্র প্রদেশ (৬১), কর্ণাটক (৫৫) ও পশ্চিমবঙ্গে (৩৪) ।