গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরো ৪০ হাজার ৪২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৬৮১ জন।
সোমবার (২০ জুলাই) সকালে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ দৈনিক আক্রান্ত।
নতুন আক্রান্তসহ বিশ্বে এখন পর্যন্ত ভারতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ১৮ হাজার ৪৩ জন। আর এখন পর্যন্ত মোট মৃত বেড়ে ২৭ হাজার ৪৯৭ জন। দেশটিতে সুস্থতার হার ৬২.৬১ শতাংশ, করোনা জয় করে বাড়ি ফিরেছেন মোট ৭ লাখ ৮৭ জন। একদিনে নতুন করে সুস্থ ২২ হাজারের বেশি মানুষ। দেশে এখনো চিকিৎসাধীন করোনা রোগী ৩ লাখ ৯০ হাজারের বেশি।
আক্রান্ত ও মৃত্যুতে ভারতে সবার ওপরে মহারাষ্ট্র রাজ্য, একদিনে সাড়ে ৯ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ২৫৮ জন। মোট ৩ লাখ ১০ হাজারের বেশি আক্রান্ত এবং প্রাণহানি ১১ হাজার আটশর বেশি।
আক্রান্তে মহারাষ্ট্রের পরে রয়েছে তামিলনাড়ু, নতুন করে আরও পাঁচ হাজারের মতো লোকের দেহে করোনা পাওয়া গেছে। মোট আক্রান্ত ১ লাখ ৭০ হাজারের বেশি। ১ লাখ ২২ হাজারের বেশি আক্রান্ত নিয়ে তৃতীয় স্থানে দিল্লি, তবে মৃত্যুর হিসাবে রাজধানীর অবস্থান মহারাষ্ট্রের পরেই। মোট ৩ হাজার ৬২৮ জন এবং আক্রান্ত ১ লাখ ২২ হাজারের বেশি।