মহামারি করোনাভাইরাসে নতুন করে ভারতে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড হলো। প্রথমবারের মতো ৮০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে বুধবার (২ সেপ্টেম্বর)।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য মতে, একদিনে ৮৩ হাজার ৮৮৩ জনের করোনা পজিটিভ হওয়ার খবর দিয়েছে, আর তাতে মোট করোনায় আক্রান্ত সাড়ে ৩৮ লাখেরও বেশি। করোনায় আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের চেয়ে দেড় লাখের ব্যবধানে পিছিয়ে ভারত।
প্রায় এক মাস ধরে প্রত্যেকদিন বিশ্বে সর্বোচ্চ আক্রান্ত হচ্ছে ভারতে। করোনা রোগী শনাক্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে তৃতীয় স্থানে তারা।
একদিনে এই রোগে মারা গেছেন আরও এক হাজার ৪৩ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে মোট মৃত্যু বেড়ে ৬৭ হাজার ৩৭৬ জন।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি পরীক্ষাও হয়েছে দেশটিতে। ১১ লাখ ৭২ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, মোট ৪ কোটি ৫৫ লাখের বেশি।
দেশে মোট সুস্থ মানুষের সংখ্যা ২৯ লাখ ছাড়িয়েছে, সুস্থতার হার ৭৭ শতাংশ। মহামারিতে এখনও সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য মহারাষ্ট্র, তাদের পরে আছে অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু ও কর্নাটক।