গত ১ সপ্তাহে ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। সেই সঙ্গে একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছে ২৭ লাখেরও বেশি মানুষ।
সোমবার (১০ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ৩ থেকে ৯ মে পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৭ হাজার ২৪৩ জন মারা গেছেন। এই সপ্তাহে এক দিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ মারা যান। এর আগের সপ্তাহে করোনায় প্রাণ হারান ২৩ হাজার ৭৮১ জন।
গত এক সপ্তাহে ভারতে ২৭ লাখ ৪৪ হাজার ৫৪৫ জনের করোনা শনাক্ত হয়। যা আগের সপ্তাহের চেয়ে ৫ শতাংশ বেশি। এর আগের সপ্তাহে দেশটিতে ২৬ লাখ ১৩ হাজার মানুষের করোনা শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টার হিসাবে দেশটিতে করোনা শনাক্ত ও মৃত্যু কিছুটা কমেছে। টানা ৫ দিন চার লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়। তবে রোববার ৩ লাখ ৬৬ হাজার ৯০২ জনের করোনা শনাক্ত হয়। গত ৬ মে দেশটিতে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজার ৫৫৪ জন করোনায় আক্রান্ত হন। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ৩ হাজার ৭৫১ জনের।
ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এছাড়া, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশের সংক্রমণ পরিস্থিতিও ভয়াবহ।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, ভারতে এখন পর্যন্ত মোট ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছ্নে ২ লাখ ৪৬ হাজার ১৪৬ জন।