বৃহস্পতিবার ব্রাজিলের স্বাস্থ্য মন্তণালয় ভারতের ২ কোটি ডোজ ‘কোভ্যাক্সিন’ করোনা টিকা কিনতে চুক্তি সই করেছে। কোভ্যাক্সিন হলো ভারতের হায়দরাবাদভিত্তিক জৈবপ্রযুক্তি কোম্পানি ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনা টিকা। এই টিকার অনুমোদন দিয়েছে ভারত।
ভারতীয় টেলিভিশন এনডিটিভি শুক্রবারের এক অনলাইন প্রতিবেদনে এই খবর জানিয়ে লিখেছে, চুক্তি অনুযায়ী আগামী মার্চ থেকে মে মাসের মধ্যে ভারত বায়োটেক ব্রাজিল সরকারকে এসব টিকা সরবরাহ করবে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তির অর্থমূল্য ১৬ কোটি ব্রাজিলিয়ান রিয়াল বা ২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আগামী মার্চের মধ্যে প্রথম ৮০ লাখ টিকা পাওয়ার ব্যাপারে ব্রাজিল আশাবাদী বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
করোনায় শীর্ষ বিপর্যস্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় প্রাণহানির সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। তবে ব্রাজিল এখনো জাতীয় টিকাদান কর্মসূচি শুরু করতে পারেনি। দেশটির টিকা পাওয়া নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছে।
গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৫৪১ জনের মৃত্যুর পর ব্রাজিলে করোনায় মোট প্রাণহানি সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫১ হাজার ৪৯৮ জন। যুক্তরাষ্ট্রের ৫ লাখ ৮ হাজারের পর বিশ্বে করোনায় দ্বিতীয় সর্বাধিক প্রাণহানি হয়েছে ব্রাজিলে।