ফারুক আহমেদ
ভালোবাসি তোমাকে ওই নীল আকাশের মত
যেমন জানি না কেন ভালোবাসি তাকে,
তবে ভাল লাগে তাই ভালোবাসি তোমাকে !
তোমার ওই চাঁদের মতো সুন্দর মুখটি
যখনি আসে আমার সামনে
মোর অন্তরে যেন প্রশান্তির হাওয়া লাগে,
আর ওই তোমার মিষ্টি হাসি,
মোর অন্তরে যেন আনন্দের হওয়া লাগে !
তোমার ওই মিষ্টি গলার আওয়াজ,
যখন আসে মোর কানে,
মনে হয় সারাদিনের ক্লান্তি দূর করে দেয় আমাকে,
আর তোমার ওই মায়া ভরা চোখ দুটি
যখন রাখো আমার চোখে,
মনে হয়ে সারা বেলা তাকিয়ে থাকি শুধু তোমার পানে!
ভালোবাসি তোমাকে,
কারণ তোমাকে ভালোবাসলে পাই যে মোর অন্তরে প্রশান্তি ।
শোনেছি ভালোবাসা থাকে স্বর্গের মাঝে,
আর উড়ে বেড়াই ওই নীল আকাশে,
যেখানেই দেখে দুটি ভাল মন
ভালোবাসার বাসা বাঁধে ওই মনেতে
মনে হয় বিধাতা পাঠিয়েছি মোদের দুজন দুজনে ভালোবাসতে
তাইতো ভালোবাসা বেঁধেছে বাসা তোমার আমার অন্তরে !
যেদিন তোমায় দেখেছিলাম প্রথম
বলেছিলে আমায়, এই বন্ধু হবে ?
জিজ্ঞেস করেছিলাম কেমন বন্ধু চাই তোমার ?
বলেছিলে, তোমার মতো দুষ্ট মিষ্টি বন্ধু,
আর আমি শুধু হেসে ছিলাম হাহাহাহা
তুমিই যে আজ হয়ে যাবে প্রাণবন্ধু বুঝিনি তো আগে !
তোমাকে কেন ভালোবাসি তা জানি না আমি
তবে তোমাকে ভালোবাসিলে আমার কলম, জীবন, কর্ম, কবিতা,
সব কিছুই যেন ঠিক ঠাক মতো চলে,
আর যদি হয় অন্য কিছু, কেন জানি সব উল্টোপাল্টা লাগে !
তুমি যে মিশে গেছো হে প্রিয়ও মোর জীবনের সাথে,
হয়ে গেছো তুমি আমার নিঃশাস,
প্রেরণা, আশা, ভরসা ও আনন্দের উৎস,
তোমায় বিনে এজীবন যেন আজ চলিতে নাহি পারে !
যতদিন থাকিবে প্রাণ এই বুকের মাঝে
হে প্রিয় ভালোবেসে যাব তোমায় এমনি করে
থাকিও মোর পাশে এমনি করে
ভালোবাসা, কেয়ার, সম্মান দিয়ে যাবো তোমায় সারাটি জীবন ভরে !