ভিয়েতনামে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ থান হোয়াতে ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
একই দিন থাইল্যান্ড ও মিয়ানমারেও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ম্যাকে ৪৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মিয়ানমারে পূর্বাঞ্চলীয় শহরে তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
হ্যানয়ে জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ নগুয়েন এনগক হুই এএফপিকে বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতার প্রেক্ষাপটে’ ভিয়েতনামের নতুন রেকর্ডটি ‘উদ্বেগজনক’।
তিনি বলেন, ‘আমার বিশ্বাস এই রেকর্ড বহুবার পুনরাবৃত্তি হবে। এটি নিশ্চিত যে, চরম জলবায়ু মডেলগুলি সত্য বলে প্রমাণিত হচ্ছে।’
ভিয়েতনামের কেন্দ্রীয় শহর দানাং-এ কৃষক নগুয়েন থি ল্যান এএফপিকে বলেন, ‘তাপের কারণে শ্রমিকরা সকাল ১০টার মধ্যে কাজ শেষ করতে বাধ্য হচ্ছে।’