ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় অভিযানের সময় ভুল করে তিন জিম্মিকে হত্যা করেছে। কারণ তাদেরকে ভুল ‘হুমকি’ হিসাবে চিহ্নিত করা হয়েছিল। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি বাহিনীর হত্যার শিকার তিন জিম্মি হচ্ছে- ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) এবং অ্যালন শামরিজ (২৬)।
সামরিক বাহিনী দুঃখ প্রকাশ করে জানিয়েছে, গাজার উত্তরে শেজাইয়াতে কর্মরত সেনারা তিনজনকে গুলি করেছে।
৭ অক্টোবর ইসরায়েলে হামালা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই সময় শতাধিক ব্যক্তিকে জিম্মি হিসাবে আটক করে হামাস।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, শুক্রবারের ঘটনাটি তদন্তাধীন। ‘মর্মান্তিক ঘটনার জন্য তারা গভীর অনুশোচনা প্রকাশ করছে ও পরিবারগুলিকে আন্তরিক সমবেদনা জানাচ্ছে। আমাদের জাতীয় মিশন হল নিখোঁজদের শনাক্ত করা এবং সব জিম্মিকে বাড়িতে ফিরিয়ে নেওয়া।’