ভূমধ্যসাগরীয় অঞ্চলে দাবানল আরো ছড়িয়ে পড়ছে। শনিবার ফ্রান্স ও স্পেনের কয়েকটি অঞ্চলের পাশাপাশি ক্রোয়েশিয়া ও গ্রিসে দাবানল ছড়িয়েছে।
ফ্রান্সের জনপ্রিয় পর্যটন অঞ্চল জিরোন্ডির ক্যাম্পগুলো থেকে নিরাপত্তা রক্ষীদের সরিয়ে আনা হয়েছে। পর্যটকরা আগেই ওই এলাকা ছেড়ে চলে গিয়েছিল। টেস্টে-ডি-বুচ এবং ল্যান্ডিরাস এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে।
দক্ষিণ স্পেনের মিজাস পাহাড়ে দাবানলের কারণে প্রায় তিন হাজার ২০০ মানুষ ওই এলাকা থেকে সরে গেছে। ক্যাস্টিলা ওয়াই লিওন ও গ্যালিসিয়া প্রদেশে দাবানল ছড়িয়ে পড়েছে।
মালাগা এলাকায় বসবাসকারী এলেন ম্যাককার্ডি রয়টার্সকে বলেছেন, ‘আমরা শুধু কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছি এবং সত্যিই দৌড়েছি এবং ওই সময় সবাই রাস্তার পাশে সরে যাচ্ছিল। সেখানে অনেক অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণ গাড়ি ছিল।’
পর্তুগালের দাবানল আপাতত নিয়ন্ত্রণে আছে। অবশ্য পর্তুগিজ কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক সপ্তাহে তাপপ্রবাহের কারণে অন্তত ২৩৮ জন মারা গেছে।
পশ্চিমে মরক্কো থেকে পূর্বে ক্রিট পর্যন্ত ভূমধ্যসাগরীয় অঞ্চলজুড়ে হাজার হাজার অগ্নিনির্বাপক কর্মী এবং অসংখ্য জলবোমা বিমান মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার থেকে, পুরো অঞ্চলটি তীব্র গরমে ঝলসে যাচ্ছে, গাছপালা শুকিয়ে গেছে।
ফরাসি আবহাওয়া দপ্তর রোববার দেশের দক্ষিণে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে এবং সোমবারের জন্য নতুন তাপমাত্রা রেকর্ডের পূর্বাভাস দেওয়া হয়েছে। পর্তুগালে সম্প্রতি তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।