তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। রোববার কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোববার তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৬০৫ এ পৌঁছেছে। একই দিন সিরিয়া মৃতের সংখ্যা ৪ হাজার ৫০০ ছাড়িয়েছে।
এদিকে, সিরিয়ায় ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে একান্ত প্রয়োজনীয় সহায়তা পাওয়ার ব্যর্থতার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
সংস্থাটির ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস জানিয়েছেন, সিরিয়ায় লাখ লাখ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। সিরিয়াবাসীর জন্য আরও অনেক কিছুর প্রয়োজন।
গ্রিফিথস টুইটারে বলেছেন,‘আমরা এখনও পর্যন্ত উত্তর-পশ্চিম সিরিয়ার জনগণকে হতাশ করেছি। তারা ঠিকই পরিত্যক্ত বোধ করছে। আন্তর্জাতিক সাহায্যের সন্ধান করছি কিন্তু আসেনি।’
জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, তুরস্ক ও সিরিয়ায় কমপক্ষে আট লাখ ৭০ হাজার মানুষের জরুরিভাবে খাবার প্রয়োজন। শুধুমাত্র সিরিয়াতেই ৫৩ লাখ মানুষ গৃহহীন হয়ে থাকতে পারে।