১৫তম সংসদ নির্বাচনকে সামনে রেখে ভেঙে দেওয়া হয়েছে মালয়েশিয়ার সংসদ। দেশটির রাজা আল-সুলতান আব্দুল্লাহ রি’আয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের সম্মতিতে দেশটির সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব।
সোমবার (১০ অক্টোবর) স্থানীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ ভাষণে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।
ফেডারেল সংবিধানের ৪০(২)(বি) অনুচ্ছেদ এবং ৫৫(২) অনুচ্ছেদ অনুযায়ী, সোমবার সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে সম্মত হন রাজা।
এসময় ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, সাবাহ, সারাওয়াক, মালাক্কা ও জহুর ছাড়া মালয়েশিয়ার অন্য রাজ্য সরকার তাদের নিজ নিজ প্রদেশের বিধানসভা ভেঙে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যাতে একযোগে ১৫তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ৬০ দিনের মধ্যে নতুন সরকার গঠনের বাধ্যবাধকতাও ঘোষণা করেন তিনি।
তিনি আরো বলেন, মনোনয়ন এবং ভোটের তারিখসহ এ সংক্রান্ত অন্য বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।
একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের সমর্থন এখন সবচেয়ে বড় বিষয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে যারা বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মালয়েশিয়ান পরিবারের ঐক্য ও সম্প্রীতি রক্ষা করবে।