সদ্য অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার জন্য ভোটারদের বলেছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
শনিবার (২২ অক্টোবর) সকালে দুর্গাপুর উপজেলা পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া ইউপি চেয়ারম্যান ও সদস্যরা জেলা পরিষদ নির্বাচনের ভোটার ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মনসুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা।
বিশেষ অতিথির বক্তব্যে নজরুল ইসলাম ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের একটু লজ্জা হচ্ছে না? একটু শরম হচ্ছে না? কার কাছ থেকে আপনারা টাকা নেননি? আমি দেখেছি, তিন নম্বর ইউনিয়নের তিনজন, আর সাত নম্বরের একজন টাকা নেয়নি।’
উপজেলা আওয়ামী লীগের সাবেক এই সভাপতি বলেন, ‘আপনারা এই নির্বাচনকে এমন নোংরামিতে পরিণত করেছেন, যা ভাষায় বর্ণনা করা যাবে না।’
তিনি বলেন, ‘একটা ছেলে ঋণ করে ভোটে দাঁড়িয়েছে। জেদের ওপরে তার মোটরসাইকেলটাও বিক্রি করে দিয়েছে। চলার পথ নাই, তার টাকাও আপনারা খান? আপনারা এই জনগণের সেবা করতে আসছিলেন? এই সেবা নিয়ে উপজেলা প্রশাসনের মান রক্ষা করবেন আপনারা? আপনাদের একটু লজ্জা হয় না? আপনারা সাবধান হন, আর টাকাগুলো তাড়াতাড়ি ফেরত দিবেন।’
এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে একটা সদস্য পদের জন্য ছয় থেকে সাতজন প্রার্থী দাঁড়িয়েছিলেন। সব প্রার্থীর কাছ থেকে ভোটাররা টাকা নিয়েছে। যেটা সত্য কথা সেটা অস্বীকার করার কিছু নেই। সব প্রার্থীর টাকা নিলেও ভোট তো একজনকে দিয়েছে। তাই বাকি প্রার্থীদের টাকা যেন গোপনে ফেরত দেন সেটা বলেছি।’