-জাহানারা বুলা
রাতের ঘুম যদি এনে দিতে পারো, খুব ভোরে জেগে উঠে কবিতার বীজ বুনবো এই কংক্রিটেই।
অবিরাম বিশ্বাস-অতল ঘুমে এই জমিনেই তোমাকে নিয়ে কবিতার ফলন হবে বাম্পার।
ঘুম পাড়িয়ে দাও যদি নিকট অতীতে যেমন,
ভোরের সড়কের মতো কবিতায়ও ঝরবে প্রমিত শব্দাবলী ঝরাপাতা নুপুরে যতো।
যে প্রেমে ক্লান্তি এসে যেত ঘুমের সাকারে; ক্লান্তি কেন, আবিষ্টতা বলি বরং।
নিবিষ্ট ভালোবাসায় বুকের মধ্যে পীঠ গুঁজে দিয়ে পড়ে রইতাম যখন,
সেখানে ঘুম ছিলো কী বিভোর!
মহা মঙ্গা এখন ঘুমের কোষে,
ত্রাণ কর্তা একমাত্র তুমিই তো আমার তপস্বী মুনি বিশ্বামিত্রের মত গুণি।
টানটান খরায় ফেটে যাওয়া নিড়ান বিহীন ভ‚মি এই যে মন,
হাড্ডিসার ভালোবাসার কাঠামোÑ দীর্ঘকাল যুদ্ধে ক্ষত দেশের সমানÑ
তাই নিয়ে ঠোকরা ঠুকরি করে দলবাধা মাংসাশী চিল!
এদিকে জয়নুলের বিখ্যাত দুর্ভিক্ষের ছবিটি মার খেয়ে যায় বিনিদ্র চোখের তারায়।
এভাবেই কবিতা শূন্য প্রেতপুরী হয়ে পড়ে রইবে মস্তিষ্ক রাজ্যের যতো প্রাসাদ।
তোমার সরবারাহের নিমিত্তে কবিতাকে বাঁচাও
পক্ষান্তরে ঘুম হবে জেগে থাকার প্রহরে আবার,
কবিতাও উর্বর!