রাজ মাল্টিমিডিয়ার স্বত্ত্বাধিকারী নজরুল ইসলাম রাজকে মাদকসহ আটক করেছে র্যাব।
বুধবার (৪ আগস্ট) রাত ১০টার পর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে অবশ্য র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘অভিযান শেষে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।’
রাজের গুলশানের বাসায় অভিযানে থাকা একটি সূত্র জানায়, বনানী ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান পরিচালনা করা হয়। বাসার বিভিন্ন স্থান থেকে তল্লাশি করে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ, সিসা ও সিসা খাওয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এসময় রাজ তার এক সহযোগীকে নিয়ে বাসায় অবস্থান করছিলেন। পরে দুইজনকে আটক করে র্যাব।
এর আগে বুধবার বিকেলে গ্ল্যামার গার্ল ও চিত্রনায়িকা পরীমনি বাসার ভেতরে মিনিবারের সন্ধান পায় র্যাব। রাতেই রাজের বাসায় অভিযান শুরু করে।
নজরুল ইসলাম চলচ্চিত্র অঙ্গনের বেশ পরিচিত মুখ। তিনিও পরীমনির সঙ্গে ব্ল্যাকমেইলসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে র্যাবের কাছে প্রাথমিক তথ্য আছে।