মধ্যপ্রাচ্যে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি নাকাল হচ্ছে ইরান। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ২১ হাজারের অধিক মানুষ। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮০ হাজার। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ২৮ হাজার।
সৌদি আরবে আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৮ হাজার ৩১৯ জন। মারা গেছে ৩ হাজার ৯৮২ জন। তুরস্কে আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৯৪৩ জন। মারা গেছে ৬ হাজার ৫১১ জন। ইরাকে মারা গেছে ৭ হাজার ২৭৫ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৩৯ জন। গেল ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে সর্বোচ্চ ৪ হাজার ৭৫৫ জন। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে।
কাতারে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৪২০ জন। মারা গেছে ২০১ জন। কুয়েতে আক্রান্ত হয়েছে ৮৭ হাজার ৩৭৮ জন। মারা গেছে ৫৩৬ জন। সংযুক্ত আরব আমিরাতে আক্রান্ত হয়েছে ৭২ হাজার ১৫৪ জন। মারা গেছে ৩৮৭ জন।
জাতিসংঘের মতে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বেশ কিছু যুদ্ধ বিধ্বস্ত দেশে দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে সংক্রমণ।