মধ্যপ্রাচ্য নিয়ে ওয়াশিংটনের নীতি স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার তিনি ছয় আরব দেশের সম্মেলনে সাফ বলেছেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছেড়ে যাবে না এবং রাশিয়া, চীন কিংবা ইরানের জন্য এই অঞ্চলে কোনো শূন্যস্থান রাখা হবে না। এছাড়া ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র না পায় তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার জেদ্দায় অনুষ্ঠিত সম্মেলনে গালফ কোঅপারেশনের সদস্য সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানরা হাজির ছিলেন। এছাড়া জর্ডান, মিশর ও ইরাকের নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছে।
সম্মেলনে বাইডেন বলেছেন,‘আমরা দূরে সরে যাব না এবং চীন, রাশিয়া কিংবা ইরানের জন্য শূন্যস্থান রাখবো না। আমরা এই মুহুর্তে সক্রিয় ও নীতিগত আমেরিকান নেতৃত্ব চাইব।’
মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে এখনও আমেরিকান সেনারা অবস্থান করছে এবং তারা এই অঞ্চলের সশস্ত্র গ্রুপগুলোর হামলা চালিয়ে যাচ্ছে। বাইডেন জানিয়েছেন, ইরাক ও আফগানিস্তানে ওয়াশিংটনের আগ্রাসনের পর মার্কিন নীতি বদলাতে যাচ্ছেন।
তিনি বলেছেন, ‘আজ আমি গর্ব করে বলতে পারি যে, এই অঞ্চলে স্থল যুদ্ধের যুগ, যে যুদ্ধগুলোতে বিপুল সংখ্যক আমেরিকান বাহিনী জড়িত ছিল,তা আর চলছে না।’