সম্পর্ক ডেস্ক: বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (৬ জুন) রাতে কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার জেলার নয়জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে সদর উপজেলায় পাঁচজন। তাদের একজন মন্ত্রী বীর বাহাদুর। এছাড়া রুমা উপজেলার সুনসং পাড়া ও মেনদুই পাড়ার তিন জন ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় একজন রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৪৬ জনের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
রাত ১১টার দিকে জেলার সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, শারীরিক ও মানসিক দিক দিয়ে মন্ত্রী ভালো আছেন। তিনি সবার কাছে আশীর্বাদ কামনা করেছেন।