যুক্তরাষ্ট্রে এক চিকিৎসক মর্ডানার করোনার টিকা গ্রহনের পর তার শরীরে তীব্য অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে। শুক্রবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছেন, এই প্রথম মর্ডানার উন্নয়ন করা টিকা গ্রহনের পর পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হলেন একজন।
বোস্টন মেডিক্যাল সেন্টারের জেরিয়্যাট্রিক অনকোলজি ফেলো ড. হোসেইন সদরজাদেহ জানান, মর্ডানার করোনার টিকা নেওয়ার পরপর তার মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তার মাথা ঘুরাচ্ছিল এবং হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল।
শুক্রবার বোস্টন মেডিক্যাল সেন্টারের মুখপাত্র ডেভিড কিব্বি এক বিবৃতিতে বলেছেন, ‘ড. সদরজাদেহর মধ্যে তীব্র অ্যালার্জি সমস্যা দেখা দেয় এবং তার ব্যক্তিগত ইপি-পেন পরিচালনার অনুমতি তাকে দেওয়া হয়। তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, মূল্যায়ান, চিকিৎসা, পর্যবেক্ষণ ও পরে ছেড়ে দেওয়া হয়। আজ তিনি ভালো আছেন।’
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়ার পর পাঁচ জনের মধ্যে অ্যালার্জিজনিত সমস্যা দেখা দেয়। বিষয়টি ওষুধ প্রশাসন খতিয়ে দেখছে।
এই মাসের প্রথম সপ্তাহে যুক্তরাজ্যে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়। ওই সময় দুইজনের মধ্যে অ্যালার্জি সমস্যা দেখা দেয়। পরে কর্তৃপক্ষ জানায়, যাদের অ্যালার্জি সমস্যা আগে থেকে আছে, তাদের করোনা টিকাটি দেওয়া উচিত নয়।