মাসুম চৌধুরী
টরন্টো, কানাডা।
মসজিদে আযান এবং এর পক্ষে-বিপক্ষে থাকা মানুষদের নিয়ে গত কিছুদিন ধরেই অনেক কথা হচ্ছে অনলাইন-অফলাইনে। কিন্তু এর চেয়েও বেশ গুরুত্বপূর্ন একটা বিষয় আমাদের সকলের চোখ এড়িয়ে যাচ্ছে। কানাডার প্রায় সকল মসজিদের ৮০% ডোনেশন আসে এই রমজান মাসে। এবছর কোভিড-১৯ এর কারণে মসজিদগুলো রমজান মাসে বন্ধ থাকায় ডোনেশন উঠানো প্রায় অসম্ভব হয়ে পরেছে।
গত কয়েক সপ্তাহ অসুস্থতার কারণে দেশ-বিদেশের খবরাখবর খুব একটা রাখতে পারিনি। এই চিন্তাটা মাথায় আসায় পর অল্পবিস্তর রিসার্চ করে যা বুঝলাম তা হচ্ছে ধর্মীয় উপাসনালয়গুলোর কর্মচারীদের জন্য সরকারী সহায়তা থাকলেও ধর্মীয় উপাসনালয়গুলোর অপারেটিং এক্সপেন্সের (মর্টগেজ/ভাড়া, ইউটিলিটি বিল ইত্যাদি) জন্য এখনো সরকারী কোন সহায়তার ঘোষণা এখনো আসেনি।
আমাদের কমিউনিটির অনেক মসজিদ এখনো ঋণমুক্ত নয়। ড্যানফোর্থের প্রাণকেন্দ্রে অবস্থিত বাইতুল আমান মসজিদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই মসজিদের এখনো ৩০০,০০০ কানাডিয়ান ডলার সুদমুক্ত ঋণ আছে। তাছাড়াও তাদের নতুন মেগা প্রজেক্ট বাস্তবায়নে পর্যারক্রমে আরও ১০ মিলিয়ন কানাডিয়ান ডলার প্রয়োজন। একটু ঘেঁটে দেখলে প্রতিটি মসজিদের আর্থিক অবস্থার বাস্তব চিত্র আমরা দেখতে পারবো। তাই আমার এই পোস্ট যাদের চোখে পরবে তাদের কাছে আমার বিনীত অনুরোধ আমরা যেন আমাদের কমিউনিটি মসজিদগুলোকে এই দুঃসময়ে একটু সাপোর্ট দেই। কেননা এই মসজিদগুলো থাকলেই না সেখান থেকে আযানের ধ্বনি আসবে।
কোভিড-১৯ আল্লাহ্র তরফ থেকে আমাদের জন্য একটা পরীক্ষা। এই পরীক্ষায় আমাদের নিজেদের ঘর বাঁচাতে গিয়ে যেন আমরা আল্লাহ্র ঘরের কথা ভুলে না যাই।