মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যবহৃত পোশাক দেখতে তুরস্কের ইস্তাম্বুলে হিরকা-ই শেরিফ মসজিদে ভিড় করছে হাজারো মানুষ। করোনা মহামারিতে দুই বছর বন্ধ থাকা এই প্রদর্শনী শুক্রবার (২২ এপ্রিল) থেকে আবারো শুরু হয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এক হাজার ৪০০ বছর ধরে পোশাকটি সতর্কতার সঙ্গে সংরক্ষণ করা হচ্ছে। এই পোশাকটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিখ্যাত সুফি হযরত উওয়াইস আল-কারনিকে (রহ.) উপহার হিসেবে দিয়েছিলেন।
তুরস্কে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত দুই বছর ধরে এই পোশাক প্রদর্শনী বন্ধ ছিল। করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আসায় শুক্রবার থেকে পোশাকটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ এ নিদর্শন শুধু পবিত্র রমজান মাসে প্রদর্শন করা হয়। ইস্তাম্বুলের গভর্নর আলী ইরলিকায় ও ফাতিহ মেয়র ইর্গুন তুরান এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
জুমার নামাজের কয়েক ঘণ্টা আগে পোশাকটি দেখার সুযোগ দেয়া হয়। বাইরে আলাদা আলাদা সারিতে হাজারো নারী ও পুরুষ মসজিদের ভেতরে প্রবেশের জন্য অপেক্ষায় ছিলেন। ২৯ এপ্রিল পর্যন্ত এই প্রদর্শনী চলবে।