ভারতের মহারাষ্ট্রের আহমেদনগর সিভিল হাসপাতালের আইসিইউতে (ইন্টেনসিভ কেয়ার ইউনিট) অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি অনলাইন জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আইসিউতে ১৭ জন করোনা রোগী ছিলেন। শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় ১০ জনের মৃত্যু হয়।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন।
আহমেদনগর কালেক্টর রাজেন্দ্র ভোসলে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময়ে অনেক রোগী হাসপাতাল থেকে বের হতে পারেননি। অনেকে আবার বেডেই ছিলেন। সেখানেই ঝলসে যান অনেকে। পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের চিকিৎসা চলছে।
প্রসঙ্গত, এর আগে মুম্বাইয়ের বিজয় বল্লভ কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৩ করোনা রোগী প্রাণ হারিয়েছিলেন।